
বর্তমানে সর্টার বার্সন ক্রিকেটে প্রত্যেকটি দলের জন্যই গুরুত্বপূর্ণ হল অলরাউন্ডার ক্রিকেটার। তার মধ্যে একজন স্পিন বোলিং অলরাউন্ডার থেকে বেশি ভূমিকা রাখে একজন পেস বোলিং অলরাউন্ডার। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেট টিমে একজন পেস বোলিং অলরাউন্ডারের বড় সংকট। নিকট ভবিষ্যতে এই সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। আর সেই ভূমিকায় অবতীর্ণ হতে পারেন ২০২২ সালের অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ দলের ক্রিকেটার রিপন মন্ডল।
২০২২ যুব বিশ্বকাপ বাংলাদেশের জন্য ভালো না কাটলেও ব্যক্তিগত পারফরম্যান্সে রিপন মন্ডল ছিলেন উজ্জল এবং ধারাবাহিক। বোলিংয়ে ওভারপ্রতি ৪.২২ হারে রান দিয়ে মোট ১৪ টি উইকেট নিয়েছেন। যা ওই টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। পাশাপাশি শেষ দিকে দ্রুত রান তোলাতেও পরদর্শী পছিলেন রিপন মন্ডল। চার ম্যাচ ব্যাটিং করে ৫৬ রান সংগ্রহ করেন।প্রতিটি ম্যাচেই ছিলেন অপরাজিত।
বর্তমান এশিয়া কাপ ২০২২ এর স্ট্যান্ড বাই হিসেবে সৌম্য সরকার, আকবর আলী ও মৃত্যুঞ্জয়ের সাথে রাখা হয়েছে এই অলরাউন্ডার কে।
জীবন বৃত্তান্ত
পরিবার
মহাখালীর গ্লোবাল ক্রিকেট একাডেমী থেকে উঠে আসা রিপন মন্ডল ২০০৩ সালের ২১ শে মার্চ গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম মোহাম্মদ রিপন মন্ডল এবং ডাকনাম রিপন। তার বাবার নাম বাবু মণ্ডল এবং মায়ের নাম আসমা মণ্ডল।
রিপন মন্ডল এর ক্রিকেটের টান
ক্রিকেটের টানে চতুর্থ শ্রেণিতে পড়ার পর পড়ালেখা ছেড়ে যোগ দেন মহাখালীর গ্লোবাল ক্রিকেট অ্যাক্যাডেমিতে। গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগলা এলাকা থেকে টেপ টেনিস এর মাধ্যমে ক্রিকেট খেলা শুরু রিপন মন্ডলের। টেপ টেনিসে খুব জোরে বল করা রিপন মন্ডল এর বল দেখে মোহাম্মদ শরীফ নামের এক বড় ভাই তাকে পরামর্শ দেন কোন একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়ে ক্রিকেট বল খেলতে।
তার পরামর্শ মতে ২০১৭ সালে মহাখালীর গ্লোবাল ক্রিকেট একাডেমিতে ভর্তি হন রিপন মন্ডল। ওই একাডেমিতে কোচ হিসেবে ছিলেন বরিশাল বিভাগের হয়ে খেলা উইকেটকিপার বেটার শাহিন হোসেন এবং মনজুর ইসলাম যারা তাঁর ক্রিকেট ক্যারিয়ারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
একাডেমিতে ভর্তি হওয়ার বছরই তৃতীয় বিভাগ ক্রিকেট খেলার জন্য রেজিস্ট্রেশন করেন কিন্তু শেষ দিকে রেজিস্ট্রেশন করার কারণে তারা খেলা হয়নি। তবে পরের বছর তৃতীয় বিভাগ ক্রিকেট খেলে ৭ ম্যাচে ১৮ টি উইকেট শিকার করেন। ওই একই বছর প্রথম বিভাগ ক্রিকেটের দল সূর্য তরুণের হয়ে খেলার সুযোগ পাযন যেখানে কোচ হিসেবে ছিলেন শাহিন ও মঞ্জু। সেই মৌসুমের সূর্য তরুণের হয়ে ১২ ম্যাচে ২৭ টিকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হন।
পরবর্তীতে করোনার কারণে অনুশীলনে বাধাগ্রস্ত হলে ক্রিকেটার নাদিফ চৌধুরি, শাহিন মঞ্জুর সহযোগিতায় নেটে জাতীয় দলের খেলোয়াড় সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদের নেটবল করার সুযোগ পায়।
নেটে তার অসাধারণ বোলিং এবং ডিভিশনে ভালো করার সুবাদে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলে ডাক পান। সুযোগ পাওয়ার পর থেকে প্রতিনিয়ত ভালো পারফরম্যান্স করে অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের নির্ভরযোগ্য বোলার হিসেবে পরিণত হন।
আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম চার উইকেট নিয়ে দলকে জিতিয়ে ছিলেন রিপন মন্ডল। বয়সভিত্তিক ক্রিকেটে অনেক সিরিজ খেলে অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ খেলতে যান।
যুব বিশ্বকাপে দল হিসেবে ভাল না করলেও ব্যক্তিগত পারফরম্যান্স ভালো করার সুবাদে ২০২২ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা দলে জায়গা করে নেন।
যুব বিশ্বকাপের পারফর্মেন্স এর ধারাবাহিকতা বজায় রেখেই প্রিমিয়ার লিগের দল শাইনপুকুরের হয়ে উজ্জল ছিলেন। প্রিমিয়ার লিগে ভালো করার সুবাদে এশিয়া কাপ ২০২২ এর দলে স্ট্যান্ডবাই হিসেবে ডাক পান।
রিপন মন্ডল এর ধর্ম,
“রিপন মন্ডল” নামটি শুনতে সনাতন ধর্মালম্বীদের মতো হলেও আসলে রিপন মন্ডল এর পূর্ণ নাম মোঃ রিপন মন্ডল। ধর্মীয় দিক থেকে রিপন মন্ডল একজন মুসলিম ক্রিকেটার। গাজীপুরের একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম তার বাবার নাম বাবু মণ্ডল এবং মায়ের নাম আসমা মণ্ডল।
রিপন মন্ডল এর পড়াশোনা
ছোটবেলা থেকেই স্কুল পালানো, পড়াশোনায় অমনোযোগী ও ক্লাস না করা ছেলেটাই আজকের রিপন মন্ডল। ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেন রিপন মন্ডল, পরে ভর্তি হয়েছিলেন কিন্তু আর স্কুলে যাননি, পড়াশোনা থেকে ক্রিকেটটাকেই বেশি ভালোবেসেছেন।
পরিবারের লোকজন প্রথম বাধা দিলেও পরে তাকে সর্বোচ্চ সমর্থন দিয়েছেন। বড় ভাই শরিফুল ইসলাম ও তার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছেন। পরিবারের সকলের দোয়া ও সমর্থনে হয়ে উঠেছেন আজকের রিপন মন্ডল।
রিপন মন্ডল এর প্রিয় খেলোয়ার ও আইডল
রিপন মন্ডল এর প্রিয় খেলোয়ার ও আইডল হিসেবে আছেন দুইজন কিংবদন্তি। বোলিংয়ে সবসময়ই সাউথ আফ্রিকান পেস বলার ডেল স্টেইনকে আইডল হিসেবে নিয়েছেন। তার বোলিং গতি আগ্রাসন সবকিছুই তার ভালো লাগে তাই তার মতোই বোলিং করে বিশ্বের সেরা পেসার হতে চান।
রিপন মন্ডলের আরেক আইডল বাংলাদেশি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের খেলার ধরণ আচরণ ও চিন্তাভাবনা রিপন মন্ডল কে মুগ্ধ করে।
রিপন মন্ডল এর বয়স
২০২২ সালের ২১ শে মার্চ রিপন মন্ডলের ১৯ বছর পূর্ণ হয়। বর্তমানে তার বয়স ১৯ বছর ৪ মাস ২৫ দিন। রিপন মণ্ডল ২০০৩ সালের ২১ শে মার্চ জন্ম গ্রহণ করেন।
রিপন মন্ডল এর উচ্চতা
রিপন মন্ডল দীর্ঘকায় একজন ডানহাতি পেসার। রিপন মন্ডল এর উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি যা তাকে তার গতিময় বোলিং করতে সাহায্য করে। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার দীর্ঘকায় বোলার হিসেবে রিপন মন্ডল বোলিং-এ গতি, বাউন্স ও ইয়র্কার বল করায় সুবিধা পায়।
রিপন মন্ডল এর খেলার ধরণ
মূলত রিপন মন্ডল একজন ডানহাতি পেসার। পেস বলিংটার পাশাপাশি লোয়ারঅর্ডারে ব্যাটিং করে দলের জয় ভালো ভূমিকা রাখতে পারেন। ডানহাতি হার্ডহিটার এই ব্যাটসম্যান দ্রুত রান তুলাতে পারদর্শী। বোলিংয়ে তার শক্তিমত্তার জায়গা হল লেন্থে হিট করা এবং ডেট ওভারে ইয়র্কার দেওয়া।
রিপন মন্ডল যেভাবে এশিয়া কাপ স্কোয়াডে
প্রথমে গাজীপুরে পাড়ার টেপ টেনিস দিয়ে ক্রিকেট শুরু করেন। পরবর্তীতে মহাখালীর গ্লোবাল ক্রিকেট একাডেমিতে ভর্তি হন। পরবর্তীতে তৃতীয় বিভাগ ক্রিকেট খেলার পাশাপাশি প্রথম বিভাগ ক্রিকেট খেলে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পান।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর শাহিনপুকুরের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইচ পি টিমে ভালো খেলে বর্তমানে এশিয়া কাপের স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে জায়গা করে নিয়েছেন।
Mrittunjoy Chowdhury: Biography, Religion, Height, Age, Education, Sports, Place of birth and family
Mrittunjoy Chowdhury is a upcoming pacer of Bangladesh national cricketer team. He was par…