
এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচি প্রকাশ প্রকাশ করেছে এসিসি। দেখে নিন এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচী।
করোনা পরিস্থিতির কারণে ২০১৮ সালের পরে এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের ১৫ তম আসর। এশিয়া কাপের ২০২২ সালের এ আসরটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শ্রীলংকার চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে আসরটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে তবে অফিশিয়াল আয়োজক দেশ হিসেবে থাকছে শ্রীলঙ্কাই। তাই শ্রীলংকার কোন আর্থিক ক্ষতি হবে না বরং আর্থিকভাবে সহায়তা পবে। শারজা ও দুবাই এই দুই স্টেডিয়ামে ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইএসপিএন ক্রিকইনফো।
এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচী।
এশিয়া কাপের বিগত আসর গুলো ওডিআই ফরমেটে হলেও এবারের আসরটির সম্পূর্ণ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে যা এই আসরে অংশগ্রহণকারী ৬ টি দলের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় অবদান রাখবে বলে এসিসি ও অন্যান্য দলগুলোর বিশ্বাস।
২ আগস্ট মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এক বিবৃতিতে এশিয়া কাপ ২০২২ এর চূড়ান্ত সময়সূচী ঘোষণা করেন। এশিয়া কাপের এই ১৫ তম আসরটি আগামী ২৭ আগস্ট শুরু হয়ে চলবে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচী।
আগামী ২৭ আগস্ট আফগানিস্তান ও শ্রীলংকার মধ্যবর্তী ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের এবং ১১ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে সমাপ্ত হবে। এবারের আসরের দ্বিতীয় দিনে বহুল প্রতীক্ষিত চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে যেটি গত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর দুই দলের মুখোমুখি প্রথম দেখা।
এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচী Group
২০২২ এশিয়া কাপের উক্ত আসরে দুটি গ্রুপে মোট ৬ টি দল অংশগ্রহণ করবে। গ্রুপ-এ তে ভারত-পাকিস্তানের সাথে থাকবে আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকংয়ের মধ্যকার কোয়ালিফাইং জেতা দল। এবং গ্রুপ- বি তে রয়েছে বাংলাদেশের সাথে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
আরব আমিরাতের দুবাই ও সারজা এই দুইটি ভ্যানুতে এই টুর্নামেন্টের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৭ আগস্ট থেকে শুরু হয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের ম্যাচ এবং ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সুপার ফোর এর ম্যাচ।
১১ সেপ্টেম্বর দুবাই স্টেডিয়ামে সুপার ফোর এর প্রথম ও দ্বিতীয় দল নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে পর্দা নামবে এবারের আসরের।
দেখে নিন এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচী।
Mrittunjoy Chowdhury: Biography, Religion, Height, Age, Education, Sports, Place of birth and family
Mrittunjoy Chowdhury is a upcoming pacer of Bangladesh national cricketer team. He was par…